রাজস্থলীতে প্রসবকালীন জটিলতায় মা হাতি ও শাবকের মৃত্যু

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Mar 11, 2025 - 23:42
 0  9
রাজস্থলীতে প্রসবকালীন জটিলতায় মা হাতি ও শাবকের মৃত্যু

রাঙ্গামাটির রাজস্থলীতে প্রসবকালীন জটিলতার কারণে এক বন্য হাতি ও তার শাবকের মৃত্যু হয়েছে। রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের কাইতংপাড়া এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বন বিভাগ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে সুরতহাল প্রতিবেদন শেষে মা হাতি ও শাবককে পাহাড়ে মাটিচাপা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের গহিন বনের হাজীপাড়া, তংবসি পাড়া, নোয়াপাড়া ও সর্বশেষ কাইতংপাড়া এলাকায় দলবদ্ধভাবে বন্য হাতির আনাগোনা দেখা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, দুই-এক দিন আগে কাইতংপাড়া এলাকায় প্রসবকালীন জটিলতার কারণে মা হাতি ও তার শাবকের মৃত্যু হয়।

রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা জানান, প্রসবকালীন যন্ত্রণার কারণে মা হাতিটি অসুস্থ হয়ে পড়ে এবং শাবকসহ মারা যায়।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, ‘‘উপজেলার কাইতংপাড়া পাহাড়ে বন্য হাতির মৃত্যুর খবর পেয়ে দুপুর ১টার দিকে বন বিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ময়নাতদন্ত শেষে মৃতদেহ দুটি মাটিচাপা দেওয়া হয়।’’

রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান জানান, ‘‘প্রসবকালীন শাবকের দেহের অর্ধেক আটকে যায়, ফলে মা হাতি ও শাবকের মৃত্যু হয়। বন বিভাগ মৃতদেহ দুটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’’

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ‘‘বন বিভাগ এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে।’’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow