রাণীনগরে এক রাতে ১০টি ট্রান্সফরমার চুরি

নওগাঁর রাণীনগরে এক রাতেই চারটি নলকূপ থেকে ১০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পোয়াতা পাড়া, ওমরপুর ও কাটরাসিন এলাকায় এ ঘটনা ঘটে। এতে চলতি ইরি-বোরো মৌসুমে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
বড়গাছা গ্রামের আলহাজ্ব ইসমাইল হোসেন জানান, ওমরপুর মৌজায় বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের অধীনে পরিচালিত তার গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। একই রাতে কাটরাসিন পোয়াতা পাড়া গ্রামের মিজানুর রহমানের নলকূপ থেকেও তিনটি ট্রান্সফরমার চুরি হয়। তিনি জানান, রাত আনুমানিক ১২টার দিকে পাহারাদার বাড়ি ফিরে গেলে চোরেরা এ সুযোগ নেয়।
ওমরপুরের মোস্তাক হোসেনের গভীর নলকূপ থেকেও তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে তিনি জানান। এছাড়া ওমরপুর গ্রামের আমিনুল ইসলামের একটি অগভীর নলকূপের ট্রান্সফরমারও চুরি হয়েছে।
ট্রান্সফরমার চুরির ঘটনায় নলকূপ মালিক ও কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দীন জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






