রাণীনগরে কৃষকের খড়ের পালা ও গোয়াল ঘরে আগুন, চার গরু দগ্ধ

নওগাঁর রাণীনগরে এক কৃষকের খড়ের পালা ও গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এতে চারটি গরু দগ্ধ হয়েছে এবং ক্ষতির পরিমাণ প্রায় আট লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে।
গত রবিবার দিবাগত রাতের ঘটনা, যখন উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামে ফরেজ আলীর ছেলে এছাহক আলী তার গোয়াল ঘরে চারটি গরু রেখে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাত অনুমান দেড়টার দিকে বাড়ীর পশ্চিম দিক থেকে খরের পালায় আগুন দেখতে পান। তারপর বাহিরে বের হয়ে দেখেন, বাড়ীর উত্তর পাশে গোয়াল ঘরে আগুন লেগেছে। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে প্রায় সাড়ে ৫ বিঘা জমির খরের পালা ও গোয়াল ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এর পাশাপাশি গোয়াল ঘরে থাকা প্রায় চার লক্ষ টাকা দামের চারটি গরু দগ্ধ হয়ে ঝলসে যায়।
কৃষক এছাহক আলীর ছেলে আরিফুল ইসলাম ফারুক জানান, পূর্ব শত্রুতার কারণে গত ২০ দিন আগে তার জমির তিনটি খরের পালায় আগুন দেয়া হয়েছিল। এবার আবারো খরের পালা এবং গোয়াল ঘরে আগুন দেয়া হয়েছে। তিনি বলেন, "কারো সাথে আমাদের কোনো ঝামেলা নেই, কিন্তু কারা বার বার আমাদের ক্ষতি করছে, তা এখনও জানি না।" তিনি আরো জানান, ২০০৯ সালে তাদের বাড়ীতে ডাকাতির ঘটনাও ঘটেছিল।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
What's Your Reaction?






