রাণীনগর-আত্রাইয়ে উদ্ধার হয়নি ৩০ ভরি স্বর্ণের, ৪০০ ভরি চান্দির গহনা, ৮১ গবাদি পশু

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Mar 12, 2025 - 15:28
 0  11
রাণীনগর-আত্রাইয়ে উদ্ধার হয়নি ৩০ ভরি স্বর্ণের, ৪০০ ভরি চান্দির গহনা, ৮১ গবাদি পশু

নওগাঁর আত্রাই ও রাণীনগর উপজেলায় সম্প্রতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এ ধরনের অপরাধের মাত্রা বেড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

গত ২৪ ফেব্রুয়ারি আত্রাই উপজেলার দাড়িয়াগাঁর্থী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমার প্রামাণিক তার দোকান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। মালাধর ব্রিজের কাছে তাকে মারধর করে ১৫ ভরি স্বর্ণ, ৩০০ ভরি রূপার গহনা এবং নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে, ১৪ নভেম্বর রাণীনগর উপজেলার স্থল গ্রামের স্বর্ণকার মিলন চন্দ্র শীল মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। দুর্বৃত্তরা তাকে মারধর করে ১৫ ভরি স্বর্ণ, ১০০ ভরি রূপার গহনা ও নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

দুই উপজেলায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। ৯ সেপ্টেম্বর থাঐপাড়া গ্রামে ৭টি গরু ও ২টি ছাগল চুরি হয়। ২৩ সেপ্টেম্বর দিঘীরপার গ্রামের নিজামউদ্দিন হাজির খামার থেকে ৮টি গরু চুরি হয়। ২৬ সেপ্টেম্বর ভান্ডারা এলাকায় এক খামারের পাহারাদারকে মারধর করে ১৫টি গরু লুট করা হয়। ৫ নভেম্বর বিষ্ণপুর গ্রামে পুলিশ পরিচয়ে ৭টি গরু লুট করা হয়।

এছাড়া, দুই উপজেলার বিভিন্ন এলাকায় গভীর নলকূপের ২৫টির বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার, মুদি দোকানের মালামাল, কিটনাশক ও ভ্যানগাড়ি চুরির ঘটনা ঘটেছে। ২২ ডিসেম্বর রাতে রাণীনগর-আবাদপুকুর সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টাও চালানো হয়।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত পুলিশ কোনো চুরি বা ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি কিংবা অপরাধীদের গ্রেফতার করতে পারেনি। স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারের স্ত্রী পপি রানী জানান, "এতদিন পার হয়ে গেলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি।"

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন বলেন, "স্বর্ণ-রূপার গহনা ও নগদ টাকা লুটের ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে এখনো কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।"

রাণীনগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, "আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন দুই উপজেলার বাসিন্দারা। অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow