রাতে গাছে উঠে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 14, 2025 - 09:33
 0  4
রাতে গাছে উঠে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন শাহিনুর মোল্লা (৩৫) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। শাহিনুর মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে শাহিনুর মোল্লা হঠাৎ ঘর থেকে বের হয়ে একটি নারিকেল গাছে ওঠেন। পরে সেখান থেকে পাশের একটি উঁচু রেন্ট্রি গাছের মগডালে চলে যান। পরিবারের সদস্যরা চেষ্টা করেও তাকে থামাতে পারেননি। কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের দাবি, তার ওপর ‘জিনে ধরা’ রয়েছে।

খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে তাকে নিরাপদে নামিয়ে আনে। এ সময় গাছের নিচে উপস্থিত কিছু মানুষ আযান দিতে থাকেন। উদ্ধারকৃত শাহিনুর কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে পান।

নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সোহাইব হোসেন মুন্সী বলেন, “স্থানীয়দের ফোন পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow