রাত পোহালেই ইবি অ্যালামনাই'র গেট টুগেদার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনির্ভাসিটি এলামনাই এসোসিয়েশনে'র ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হবে। আগামী কাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব মুহম্মদ আবদুল হাই লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা জানান, আগামী কালের গেট টুগেদার আমাদের এলামনাই এসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে বড় গেট টুগেদার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রথম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ গ্রাজুয়েট পর্যন্ত প্রায় ৩ হাজারের মতো এলামনাই অংশগ্রহণ করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে তারা আরো জানান, আমাদের এ আয়েজনের প্রায় সকল কাজ শেষের দিকে। আমরা আশা করছি, এ আয়েজন আমরা যথাযথভাবে সম্পন্ন করতে পারবো তাই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
What's Your Reaction?






