রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Dec 7, 2024 - 20:45
 0  4
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ফরিদপুরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফরিদপুর সাংগঠনিক বিভাগের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে শুরু হওয়া এ কর্মশালা অনুষ্ঠিত হয় ‌।
কর্মশালার দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে ‌ বক্তব্য রাখেন ‌ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা প্রদান করেন বিএনপি, কেন্দ্রিয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ৩১ দফা সংস্কার কমিটির সদস্য ও সাবেক সচিব  ইসমাঈল জবিউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ‌ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ আলহাজ্ব শাহাজাদা মিয়া, কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাশুকুর রহমান, ওমো. সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্র্রিয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রিয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রিয়, বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র সাংগঠনিক বিভাগ ফরিদপুরের অর্ন্তভুক্ত ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিটের নির্বাচিত নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ‌ তিনি ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহ্বান করেন। 
সভায় নেতৃবৃন্দ বলেন ‌ বিএনপি বড় দল। আগামী দিনে সরকার গঠন করতে পারলে ‌ দেশের জনগণকে নিয়ে ‌ কাজ করবে। সাধারণ জনগণ যেন কোনরকম হয়রানির শিকার না হয় এবং অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ‌ পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশটাকে চমৎকারভাবে গড়ে তুলতে হবে। এজন্য সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। বক্তারা 
১৬ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন শেখ হাসিনা এখন দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বক্তারা বিএনপি ক্ষমতায় আসলে সর্বস্তরের জনগণের সহায়তায় বাংলাদেশকে উন্নত রাষ্ট্র পরিণত করা হবে। জনগণ যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে পাশাপাশি ‌ সকল মানুষ যেন তার ‌ অধিকার নিয়ে কাজ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় ফরিদপুর সহ  অন্যান্য জেলা নেতৃবৃন্দ ‌ এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে ‌ প্রশিক্ষণ কর্মশালা শেষে ৩১ দফা কে নিয়ে ফরিদপুরে বিএনপি কে শক্তিশালী করা যাবে। এবং আগামী দিনে একটি সুখী ও সুন্দর বাংলাদেশ গড়তে ৩১ দফা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিএনপির কর্মশালা অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow