রাস্তা থেকে ধরে নিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে 

মিজান রহমান  সি: স্টাফ রিপোর্টার:
Feb 1, 2024 - 21:44
Feb 4, 2024 - 10:33
 0  19
রাস্তা থেকে ধরে নিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে 

ফরিদপুরের নগরকান্দায় রাস্তা থেকে ধরে নিয়ে বিকাশ মালো নামে এক ব্যক্তির পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার গংদের বিরুদ্ধে। 

জানাযায়, গত ৩০ জানুয়ারি উপজেলার মাঝিকান্দা গ্রামের ত্রিনাথ মালোর ছেলে বিকাশ মালো (৪০)কে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দেওয়া হয়। 
মাঝিকান্দা বাজার রাস্তা থেকে ধরে নিয়ে শামসুল ম্যানেজারের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানেই বিকাশকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে তার পা ভেঙ্গে দেন পাঁচ কাইচাইল ( মাঝিকান্দা) গ্রামের শাহিন মেম্বার ও তার ছেলে রাব্বি ও আসিক। এ সময় রাহেল নামে এক যুবক বিকাশ মালোকে হামলাকারীর হাত থেকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।
আহত বিকাশমালো ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বিকাশ মালো বলেন, শামসুদ্দিন ব্যাপারীর ছেলে হাসানের নিকট থেকে ৫০০০ টাকা ধার নেই, সেই টাকা দিতে একটু দেরি হওয়ায়- ওই টাকার সূত্র ধরে শাহীন মেম্বার ও তার ছেলেরা আমাকে এভাবে পিটিয়ে ও  কুপিয়ে রক্তাক্ত জখম করে আমার একটি পা-ও ভেঙ্গে ফেলে। এই ঘটনার বিষয়ে শাহীন মেম্বারের নিকট মুঠোফোনে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি বাড়িতে নেই, পরে আপনাদেরকে জানাবো। ভুক্তভোগীর পরিবার জানায়, রোগী হাসপাতালে ভর্তি রয়েছে, থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow