রুমায় ২হাজার ৫০০ জনকে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ 

রুমা(বান্দরবান)প্রতিনিধি
Dec 17, 2024 - 00:03
 0  4
রুমায় ২হাজার ৫০০ জনকে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ 

বান্দরবানের রুমা উপজেলায় ২ হাজার ৫০০ জন দরিদ্র পরিবারের মাঝে সুলভ মূল্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে রুমা সদর, পাইন্দু, রেমাক্রিপ্রাংসা ও গালেঙ্গ্যাসহ চারটি ইউনিয়নের তালিকাভুক্ত সুবিধাভোগী  ২ হাজার ৫০০ জনকে মাথাপিছু ২ লিটার করে তেল ২কেজি করে ডাল ও ৫ কেজি করে চাল এই তিনটি খাদ্য পণ্য ৪৮০ টাকা দামে বিতরণ করা হয়।

সরকারের গৃহীত কর্মসূচি- সুলভ মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম সার্বিক তত্ত্বাবধান করেন ট্যাগ অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। 

টিসিবি পণ্য সুবিধাভোগীরা জানায়, চাল ডাল ও তেল প্রাপ্ত এই তিনটি পণ্যে বাজার দরের চেয়ে অর্ধেকের কম দামে পান তারা।
 টিসিবি খাদ্যপণ্য  বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা গেলে অতি দরিদ্র মানুষের জন্য উপকৃত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow