রুমায় প্রবারণা পূর্ণিমা আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে পালিত
মায় মাহা ওয়াগ্যোইয়াই পোয়ে: বা প্রবারণা পূর্ণিমা-২০২৪ আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পালন ও সম্প্রীতির প্রতীকস্বরুপ সদর দপ্তর ৯৭ পদাতিক ব্রিগেড এর উদ্যোগে উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন, ৯৭ পদাতিক ব্রিগেড এর ভারপ্রাপ্ত ব্রিগেড মেজর মোঃ কামরুল হাসান, পিএসসি।
বুধবার (১৬অক্টোবর) দুপুরে রুমা জোন সদর দপ্তরে এইসব উপহার আর্থিক সহায়তা অনুদান প্রদান করা হয়।
মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উৎসবকে সুন্দর ও সার্থকভাবে উদযাপনের লক্ষ্যে ওয়াগ্যোয়াই-সাংগ্রাই কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির উদ্যোগে ধর্মীয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানাদি উপহার ও উদযাপন পরিষদ কমিটির সদস্যগণের সাথে মতবিনিময় করা হয়।
মেজর মোঃ কামরুল হাসান,পিএসসি বলেছেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এই সম্প্রীতি রক্ষায় আমরা সকলেই একত্রিতভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আইনশৃংখলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি জনগনের জীবনমান উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
এদিকে প্রতারনা উপলক্ষে আর্থিক সহায়তা এবং নির্বিঘ্নে আচার অনুষ্ঠান পালনের আশ্বাস পেয়ে ওয়াগ্যোয়াই-সাংগ্রাই (প্রবারণা পূর্ণিমা) কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটিও সন্তোষ প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে সদর দপ্তর ৯৭ পদাতিক ব্রিগেড এর ডিএএএন্ডকিউএমজি, মেজর শোভন কবির এবং গ্রেড স্টাফ অফিসার-৩ (ইন্টিলিজেন্ট) ক্যাপ্টেন মোঃ মজিদুল ইসলাম মারুফ এবং গ্রেড স্টাফ অফিসার-৩ (অপস) ক্যাপ্টেন কাজী ইনতিসার সালিম উপস্থিত ছিলেন।
নির্বিঘ্নে ওয়াগ্যোয়াই-সাংগ্রাই (প্রবারণা পূর্ণিমা) উৎসব সুষ্ঠুভাবে পালনের স্বার্থে ৯৭ পদাতিক ব্রিগেড কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার পাশাপাশি সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।
রুমা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধি ও রুমা বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি অঞ্জন বড়ুয়া ও ৬নং ওয়ার্ড এর মার্মা সম্প্রদায়ের প্রতিনিধি এমংসিং মার্মা এর কাছে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। তখন সজল বড়ুয়া ও শুভ বড়ুয়া উপস্থিত ছিলেন।
এর আগে ওয়াগ্যোইয়াই পোয়ে উপলক্ষে কেন্দ্রীয় উদযাপন কমিটিকে ব্রিগেডের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
উদযাপন পরিষদের সংশ্লিষ্টরা জানায়, বান্দরবানে রুমা উপজেলায় ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও ঐতিহ্য রক্ষার্থে বিগত বছরগুলোতে ব্যাপক আকারে বিভিন্ন ধর্মীয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানাদির আয়োজনে মধ্য দিয়ে সকলের সার্বিক সহযোগিতায় ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) সার্থক ও সাফল্যমন্ডিতভাবে পালিত হয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় আসন্ন প্রতারনা পূর্ণিমা অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য এই আর্থিক সহায়তাও উপহার প্রদান করা হয়।
What's Your Reaction?