শিক্ষার্থী উহাইনু মার্মা (১৪) পড়তে আর যাওয়া হলো না। মঙ্গলবার (১ অক্টোবর) সাড়ে তিনটার দিকে প্রাকৃতিক হিংস্রতায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে এই শিক্ষার্থী। এ ঘটনায় পরিবারের পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহত শিক্ষার্থী উহাইনু মার্মা বান্দরবানের রুমায় পাইন্দু ইউনিয়নের দুর্গম তংমক পাড়া বাসিন্দা
মংছোহ্রী মার্মা ও হ্লায়ইচিং মার্মার বড় ছেলে।
তংমক পাড়াবাসী ও পারিবারিক সূত্র জানায়, চারদিন আগে চিকিৎসার জন্য রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী উহাইসিং মার্মা বাড়িতে চলে আসে।
তাদের ভাষ্যমতে, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে এক বন্ধুর বাড়িতে জুমের ভুট্টা ভাজা খাওয়া অবস্থায় উঠে দাঁড়ালে মাত্র বজ্রপাতের আঘাতে পিষ্ট হয়ে নিমিষে প্রাণ হারায়। তবে তার পাশে বসে থাকা ও দাঁড়িয়ে থাকা কেউ কোন প্রকার আহত হয়নি।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সামাজিক নিয়মে পাড়ার কবরস্থানে তাকে কবর দেয়া হয়েছে বলে নিহত শিক্ষার্থী কাকা মংবাসা মার্মা জানিয়েছেন।