রুমায় ৫,৭৭৮ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 13, 2025 - 20:47
 0  3
রুমায় ৫,৭৭৮ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে

বান্দরবানের রুমা উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশ নেন।

আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল হাসান জানান, ০৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯৩৮ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪,৮৪০ জন শিশুকে লাল ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পেইন সফল করতে সহযোগিতার আহ্বান জানান।

ডা. আব্দুল্লাহ আল হাসান আরও বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে। পাশাপাশি, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে শিশুরা বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে। ভিটামিন-এ শারীরিক বৃদ্ধি ও সঠিক ওজন বজায় রাখতে সাহায্য করে এবং ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায়। এটি ত্বক ও শ্লেষ্মা ঝিল্লির সুরক্ষা নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা পালন করে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক বিকাশ নিশ্চিত করতে নির্ধারিত তারিখে অবশ্যই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো জরুরি। এজন্য তিনি সকল অভিভাবককে তাদের শিশুকে ক্যাম্পেইনে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow