রুমায় ৯ বিজিবি’র পক্ষ থেকে সুপেয় পানি ও শিক্ষা উপকরণে সহায়তা

শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি
Apr 14, 2025 - 09:39
 0  4
রুমায় ৯ বিজিবি’র পক্ষ থেকে সুপেয় পানি ও শিক্ষা উপকরণে সহায়তা

বান্দরবানের রুমায় ৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে দুর্গম আনন্দ পাড়ার বাসিন্দাদের জন্য পানির পাইপ ও শিক্ষা উপকরণ ক্রয়ের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় রুমা ৯ বিজিবি ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. মিজানুর রহমান আনন্দ পাড়ার কারবারি’র কাছে ৫০০ ফুট পানির পাইপ ও শিক্ষা সামগ্রী কেনার জন্য নগদ অর্থ হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রুমা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত দুর্গম পাহাড়ি গ্রাম আনন্দ পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকটে ভুগছিলেন। বিষয়টি স্থানীয় কারবারির মাধ্যমে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ্ রেজা, পিএসসি-এর দৃষ্টিগোচর হলে, তিনি মানবিক বিবেচনায় সহায়তার সিদ্ধান্ত নেন।

এর আগে ৯ বিজিবি ব্যাটালিয়ন রুমা এলাকায় গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য, ত্রাণ, ওষুধ ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় পাহাড়ি জনপদের সুপেয় পানির সমস্যার সমাধান এবং শিক্ষার সহায়তায় এই অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে বিজিবির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow