রুয়েটের ক্লাস শুরু হবে ১০ই মে 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
Mar 26, 2025 - 14:22
 0  5
রুয়েটের ক্লাস শুরু হবে ১০ই মে 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হতে পারে ৯ মে ও ক্লাস শুরু হতে পারে ১০ মে । রুয়েট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুয়েট স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শুরুর সম্ভাব্য তারিখ ৯ মে ও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১০ মে।

এছাড়া, রুয়েটে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ‘ভর্তি বাতিল’ কার্যক্রম ওরিয়েন্টেশনের তিন দিন পূর্ব পর্যন্ত চালু থাকবে। তবে ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসরণ করতে হবে।


উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয় ২৬ ফেব্রুয়ারি। গত ১৯ মার্চ ১ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়ে ৩য় পর্যায়ের ভর্তি কার্যক্রম চলমান আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow