রুয়েটে আওয়ামীপন্থি শিক্ষকসহ তিন জনকে বরখাস্ত

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Mar 9, 2025 - 12:12
 0  2
রুয়েটে আওয়ামীপন্থি শিক্ষকসহ তিন জনকে বরখাস্ত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে তিনজনকে বরখাস্ত করা হয়েছে, যার মধ্যে একজন শিক্ষক এবং দুইজন কর্মকর্তা রয়েছেন। এই পদক্ষেপ নেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে। এছাড়া এক কর্মকর্তা চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে সংশ্লিষ্টতা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বরখাস্ত হওয়া শিক্ষক হলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর সাহা। তিনি জুলাই আন্দোলনে বিরোধী অবস্থান গ্রহণ, আন্দোলনে আহত ও নিহতদের অবমাননা করার অভিযোগে ক্যাম্পাসে অবাঞ্ছিত হয়ে পড়েন। শিক্ষার্থীরা তার বরখাস্তের দাবিতে আন্দোলন শুরু করেন এবং পরবর্তীতে প্রশাসনের কাছে আবেদন জানান।

বরখাস্ত হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম রহমান নিবিড় এবং পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রসেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মো. মহিদুল ইসলাম। নাঈম রহমান নিবিড় ও মহিদুল ইসলাম গত ৪ আগস্ট ধারালো অস্ত্রসহ রুয়েটের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া এবং বোমা হামলায় সংশ্লিষ্ট ছিলেন।

এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন দফতরের প্রকৌশলী ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুন অর রশিদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে।

এ সিদ্ধান্তের মাধ্যমে রুয়েট প্রশাসন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং আন্দোলনে বিরোধী অবস্থান গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow