রেডক্রিসেন্ট গোদাগাড়ীতে কম্বল বিতরণ করলেন
![রেডক্রিসেন্ট গোদাগাড়ীতে কম্বল বিতরণ করলেন](https://www.kholachokh24.com/uploads/images/202501/image_640x_360_67810e1208deb.jpg)
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের আদিবাসী, সাঁওতাল ও অসহায়, দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট।
৯ জানুয়ারি (বৃহ: বার) বিকাল ৩:৩০ টায় দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
এসময় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মােঃ আবুল হায়াত, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আফতাব উদ্দিন, রাজশাহী জেলা রেড ক্রিসেন্টের কর্মকর্তা এস. এম. তৌকির আহমেদ এবং রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ। এসময় প্রায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় উপকারভোগীরা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
What's Your Reaction?
![like](https://www.kholachokh24.com/assets/img/reactions/like.png)
![dislike](https://www.kholachokh24.com/assets/img/reactions/dislike.png)
![love](https://www.kholachokh24.com/assets/img/reactions/love.png)
![funny](https://www.kholachokh24.com/assets/img/reactions/funny.png)
![angry](https://www.kholachokh24.com/assets/img/reactions/angry.png)
![sad](https://www.kholachokh24.com/assets/img/reactions/sad.png)
![wow](https://www.kholachokh24.com/assets/img/reactions/wow.png)