রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 9, 2025 - 00:47
 0  7
রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় বাবু মুন্সি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত বাবু মুন্সি উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্যপাড়া পাথরাইল গ্রামের বাসিন্দা হাসমত মুন্সির ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে রেললাইন ধরে হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বাবুকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সন্ধ্যার দিকে স্থানীয়রা রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।”

স্থানীয় ইউপি সদস্য আহাদ মিয়া জানান, “নিহত বাবু দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মাঝেমধ্যেই বাড়ির বাইরে চলে যেতেন। সে আমাদের গ্রামেরই বাসিন্দা।”

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow