রোয়াংছড়িতে জাতীয় হালনাগাদ ভোটার তালিকায় ছবি তোলার কার্যক্রম শুরু

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 11, 2025 - 13:38
 1  32
রোয়াংছড়িতে জাতীয় হালনাগাদ ভোটার তালিকায় ছবি তোলার কার্যক্রম শুরু

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জাতীয় হালনাগাদ ভোটার তালিকায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। এবারের তালিকায় নতুন ভোটারের সংখ্যা ৯৬০ জন।

উপজেলার চারটি ইউনিয়নে ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে— রোয়াংছড়ি ইউনিয়নে ২৯৯ জন, তারাছা ইউনিয়নে ২৩৮ জন, আলেক্ষ‍্যং ইউনিয়নে ১৭৯ জন এবং নোয়াপতং ইউনিয়নে ২৪৪ জন। নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে তরুণ-তরুণীরা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুনির্মল বড়ুয়া জানান, "শুরুর দিকে আমি কিছুটা চিন্তিত ছিলাম, কারণ পাহাড়ি অঞ্চলের পরিবেশ সমতলের তুলনায় ভিন্ন এবং যাতায়াত ব্যবস্থা সহজ নয়। তবে কেন্দ্রে এসে দেখি নতুন ভোটাররা অত্যন্ত আগ্রহ নিয়ে তালিকায় অন্তর্ভুক্তির জন্য আসছেন। বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।"

তিনি আরও জানান, তারাছা ইউনিয়ন পরিষদে ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি তিনটি ইউনিয়নেও এই কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow