রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় উপজেলা বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন

রোয়াংছড়ি(বান্দরবান) প্রতিনিধি
Mar 26, 2025 - 15:10
 0  61
রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় উপজেলা বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন

বান্দরবানের রোয়াংছড়িতে ২৬ মার্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এই দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা সূর্য উঠার সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবন্দের। পরে উপজেলা বিএনপি কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সহ সভাপতি রবিসেন তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মংহাইংনু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন তঞ্চঙ্গ্যা, যুগ্ন সাধারণ সম্পাদক মংকোয়াইচিং মারমা,সাংগঠনিক সম্পাদক গান্ধি লাল তঞ্চঙ্গ্যা,ইউপি সদস্য অংশৈচিং মারমা, ক্রয়সিংমং মরমা, হেডম্যান শৈসাঅং মারমা, ইউপি সদস‍্য মংক‍্যউ মারমা, সাচিংথুই মারমা, ছাত্রদল সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা, যুবদল সভাপতি লুপ্রুমং মারমা,উপজেলা কৃষক দল সভাপতি স্বপ্নময় তঞ্চঙ্গ্যা, জাসাস সভাপতি চিংনুমং মারমা, রোয়াংছড়ি ইউনিয়ন পিএনপি সভাপতি এসটি রঞ্জন তঞ্চঙ্গ্যা, তারাছা ইফনিয়ন পিএনপি সাধারণ সম্পাদক মংবাথোয়াই মারমা,৩নং আলেক্ষ্যং ইউপি পিএনপি সাধারণ সম্পাদক নুসিংঅং মারমা, ৪নং নোয়াপতং ইউপি বিএনপি সাধারণ সম্পাদক পুশৈচিং মারমা, সাংগঠনিক সম্পাদক প্রীতিময় তঞ্চঙ্গ্যা, সাচিং মারমা,মহিলা নেত্রী চন্দ্রা তঞ্চঙ্গ্যা, অংম্রাউ মারাম, প্রুহ্লাচিং মারমা প্রমুখ। অনুষ্ঠানের বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আমরা স্মরণ করছি সব শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ৫৪ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি হিসাব করলে দেখা যায় বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি। চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে। এ অবস্থায় সলকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে। আলোচনা সভার শেষে সভাপতি মংহাইংনু মারমা ও সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা নেতৃত্বে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষে ২৫ শয্যা রোয়াংছড়ি সদর হাসপাতালে রোগীদের মাঝে গুণগত খাবার বিতরণ করেন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow