লামায় অবৈধ বালু উত্তোলন, ৬ পয়েন্টে দুই লাখ ঘনফুট বালু জব্দ

সাম্প্রতিক সময়ে পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আসছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে পাহাড় কাটা এবং খাল ছড়া থেকে অবাধে বালু উত্তোলন রোধে প্রশাসন এই অভিযান অব্যাহত রেখেছে।
এই ধারাবাহিকতায় শনিবার (৮ মার্চ) দুপুরে লামার সরই ইউনিয়নে ডুল খাল, সরই খালসহ অন্যান্য প্রবাহমান ঝিরি থেকে অবৈধভাবে উত্তোলিত ৬টি পয়েন্টে প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত বালুগুলো লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্টেট রুপায়ন দেব। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত বালু পরবর্তীতে বিধি অনুযায়ী নিলামে উঠতে পারে।
এই অভিযান অব্যাহত রেখে পরিবেশের ক্ষতি রোধ এবং সংশ্লিষ্ট আইনের প্রয়োগ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
What's Your Reaction?






