লামায় আইনশৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
লামা উপজেলার গজালিয়া, বমুবিলছড়ি ও সরই ইউনিয়নের কারবারিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) দুপুরে গজালিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পাড়া কারবারি, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা।
সভায় আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শওকাতুল মোনায়েম, পিএসসি বলেন, "নিজেরা সুসংহত থেকে ভ্রাতৃত্ব বজায় রাখলে শান্তি নিশ্চিত হবে। সকল কমিউনিটিকে বন্ধুত্বের সম্পর্ক কাজে লাগাতে হবে। পাড়ার কারবারি, মুরুব্বি ও অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে, শিক্ষার্থীরা যেন কোনো অসামাজিক সংগঠনের সাথে যুক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।"
তিনি আরও বলেন, "চাঁদাবাজি, সন্ত্রাস বা নাশকতার সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী বা প্রশাসনকে জানানো একজন সুনাগরিকের দায়িত্ব।"
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন সভায় বলেন, "সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধের পাশাপাশি অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানাতে হবে।"
এ সময় কারবারিরা অভিযোগ করেন যে, টংঝিরির গাজীর বাগানে একটি সন্ত্রাসী বাহিনী অবস্থান করছে।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, "সন্ত্রাসীদের বিষয়ে দেরি না করে দ্রুত তথ্য দিন। প্রয়োজনে মোবাইল ম্যাসেঞ্জারের মাধ্যমেও জানাতে পারেন।"
সভায় গজালিয়া ক্যাম্পের সামরিক কর্মকর্তারা ও স্থানীয় সংবাদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






