লামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 8, 2025 - 20:00
 0  4
লামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বান্দরবানের পার্বত্য লামা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস যথাযথভাবে পালিত হয়েছে। নারী সংগঠনগুলোর সতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি উৎসাহ ও উদ্দীপনার মধ্যে উদযাপিত হয়। "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়। লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরই বিশ্ব নারী দিবস উদ্‌যাপন করা হয়।

দিবসটির কার্যক্রম শুরু হয় লামার অন্যতম নারী সংগঠক এনজেড-এর নির্বাহী পরিচালক আনোয়ারা বেগমের নেতৃত্বে একটি শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি লামা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং এতে অংশগ্রহণ করেন বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা। শোভাযাত্রার পর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্টেট রুপায়ন দেব, লামা প্রেসক্লাব সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, নারী সংগঠক জয়িতা শাহনাজ পারভীন, সাংবাদিক রফিকুল ইসলাম, লামা ছাত্রজনতা পরিষদের প্রতিনিধি আবু কাউছার, বেলাল আহমেদ প্রমুখ। সিএ কামরুল হাসান পলাশের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে আইন প্রণয়ন এবং তার বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান। তারা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের জন্য সরকারকে তাগিদ দেন এবং আইএলও কনভেনশন ১৯০ সমর্থন করার আহ্বান জানান। বক্তারা সমমর্যাদা, সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি খুন, ধর্ষণ, নিপীড়ন, সাইবার বুলিং ও মব ভায়োলেন্স বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

পরে, নারী নেত্রীরা লামা থানার ওসির সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় লামা থানার ওসি তোফাজ্জল হোসেন নারীদের জন্য নিরাপদ সমাজ গড়তে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং আইনগত সহায়তার জন্য পুলিশের পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, "নারী-সমাজের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত।"

এভাবে, নারী দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রার মাধ্যমে লামা উপজেলার নারী সংগঠনগুলো নারীর অধিকার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে নারীদের জন্য নিরাপদ ও সমতাভিত্তিক পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow