লামায় দ্রুতগতির পিকআপে পা থেঁতলে গেল চার বছরের শিশু

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
Apr 16, 2025 - 21:27
 0  2
লামায় দ্রুতগতির পিকআপে পা থেঁতলে গেল চার বছরের শিশু

লামায় দ্রুতগামী একটি পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে চার বছর বয়সী এক শিশুর পা থেঁতলে গেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর একটার দিকে লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়; সেখান থেকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শিশুর নাম মোঃ হোসেন (৪)। সে পাশের গ্রাম সাবেক বিলছড়ি থেকে তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ হোসেনের পায়ের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় দোকানি ও পথচারীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন।

ঘটনাস্থলের আশপাশের এলাকাবাসী জানান, লামা শহরে প্রবেশের মুখে অবস্থিত এই সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। এক পাশে বন বিভাগের কার্যালয় ও স্টাফ কলোনি, অন্য পাশে ঘনবসতিপূর্ণ এলাকা, মসজিদ ও দোকানপাট। সড়কটি দক্ষিণ থেকে উত্তর দিকে ঢালু হওয়ায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে থাকে না। এই এলাকায় কোনও স্পিড ব্রেকার না থাকায় আগেও বহু দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

তাঁরা আরও জানান, বিগত ৪৫ বছরে একই স্থানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ও বহু পঙ্গুত্বের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাপ্রবণ এই এলাকাটিতে অন্তত দুটি স্পিড ব্রেকার নির্মাণের জন্য স্থানীয়রা বহুবার সওজ ও পৌর প্রশাসনের কাছে আবেদন করেও কোনও কার্যকর ব্যবস্থা পাননি।

এদিকে, শিশুটির এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকাবাসীর হৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করেছে। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে ওই সড়কে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow