লামায় নানান আয়োজনে ২৬ শে মার্চ ও জাতীয় দিবস উদযাপন

বান্দরবানের লামায় নানান আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটেলিয়নসহ সরকারি প্রতিষ্ঠানের পক্ষে ও রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটির শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আটটায় লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত তোফাজ্জল হোসেন। এতে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ- প্যারেডে অংশ নেয়। সকাল ১০টায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে
বীরমুক্তিযোদ্ধা দিলীপ কান্তিদাস বলেন, 'মুক্তিযোদ্ধারা শান্তিতে নেই নানাভাবে নির্যাতনের শিকার। আগামীতে উন্নয়ন করতে দেশ প্রেম নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ আর স্বাধীন হবেনা, আমাদের অর্জিত স্বাধীনতাকে ধরে রাখার জন্য প্রজন্মকে দেশ প্রেমে উদ্ভুদ্ধ হতে হবে।' উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। সংর্ধনা সভার সভপতি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে বলেন 'আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা'। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, 'বুলেটবোমার ভয়কে জয় করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন আপনারা।' আমরা আপনাদেরকে ভুলবোনা। শেষে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের হাতে ফুল ও সম্মানসূচক প্রাইজ বন্ড তুলে দেন। আইসিটি অফিসার সুব্রতসং দাশের সঞ্চালনায় বর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্টেট রুপায়ন দেব, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আশ্রাফুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা ও লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, জামায়াতে ইসলামী লামা উপজেলা সভাপতি কাজী মোঃ ইব্রাহীম।
What's Your Reaction?






