লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পার্বত্য লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মানিকপুর একাদশ চ্যম্পিয়ন, চেয়ারম্যানপাড়া একাদশ রানারআপ শিরোপা জিতেছেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় লামা সরকারি উচ্চ বিদ্যারয় মাঠে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। চুড়ান্ত খেলায় মানিকপুর একাদশ ও চেয়ারম্যানপাড়া একাদশ অংশগ্রহণ করেন। খেলাপরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানি বলেন, ‘বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের সময়ে খেলাধুলার চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাওয়ার উপক্রম দেখা দেয়। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখাসহ অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, কিশোর তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।
বিএনপি সভাপতি আবদুর রব বলেন, শহীদ জিয়া ও জুলাই-আগস্টের স্মৃতি বুকে ধারণ করে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব ইয়াছিন আরফাত বুলবুল ও সাইফুল ইসলাম সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি নেতা মোঃ সাইফুদ্দিন, সুজন চৌধুরী, এডভোকেট মিজানুর রহমান, জাকির হোসেন, আবুল হোসেন, শাফায়েত রাসেল, জহিরুল ইসলাম, মোঃ আবুল কালাম, বশির আহমেদ, ইউছুপ আলী প্রমুখ। এছাড়াও বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় খেলা শুরুর আগে থেকে টুর্নামেন্ট উপভোগ করার জন্য হাজারো ফুটবল প্রেমি দর্শকের উপস্থিতি মাঠে তিল ঠাঁই ছিলোনা। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেছে। চুড়ান্ত পর্বে সোমবার ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে চার তিন গোলে হারিয়ে মানিকপুর একাদশ চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে নিয়েছেন। প্রধান চুড়ান্ত খেলায় প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী অফিসার চ্যাম্পিয়ন রানারআপ দলের হাতে কাপ তুলে দেন। খেলায় ম্যান অব দা ম্যাচ, ম্যান অব দা টুর্নামেন্ট ও সেরা কিপার হয়েছেন মানিকপুর একাদশ টিমের গোল রক্ষক রিসাদ। সেরা গোলদাতা হন চেয়ারম্যানেপাড়া একাদশ টিমের খেলোয়াড় জিহাদ।
What's Your Reaction?






