লামায় স্বামীর সহায়তায় স্ত্রী গণধর্ষণের অভিযোগে মামলা, স্বামীসহ আটক ২

লামায় স্বামীর সহায়তায় স্ত্রী গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে লামা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বুধবার (১২ মার্চ) ভোরে স্বামী রুবেল হোসেন ও সাগর নামের এক ব্যক্তিসহ দু'জনকে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, মিরিঞ্জা ভ্যালীর নৈশ প্রহরী রুবেল হোসেনসহ চারজন মিলে এক সন্তানের জননীকে ধর্ষণ করে। পুলিশকে দেওয়া তথ্যমতে, ঘটনার সময় রুবেল হোসেন মদ্যপ অবস্থায় ছিল, আর তার সহযোগীরা ভুক্তভোগী নারীকে মিরিঞ্জা ভ্যালীর একটি কটেজে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ধর্ষিতা নারী শনিবার থেকে ঘটনার অভিযোগ করলেও পুলিশের তদন্তে উঠে এসেছে, এটি রোববার থেকে ঘটে আসছে। মঙ্গলবার সকালে মুক্ত হয়ে তিনি লামা হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে ধর্ষিতা পুলিশ হেফাজতে রয়েছেন।
ধর্ষণের ঘটনায় রুবেল হোসেন একটি ভিডিও ধারণ করেছিল, যেখানে দিনের বেলায় একটি কটেজ থেকে এক যুবককে বের হতে দেখা যায় এবং কিছুক্ষণ পর তার স্ত্রীও বের হন। ভিডিওতে রুবেল দাবি করে, তার স্ত্রী ওই যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। পুলিশ এই বিষয়টিও তদন্ত করছে।
স্থানীয়দের তথ্যমতে, কয়েক বছর আগে রুবেলের এই স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে তিনি জেল খেটেছিলেন। পরে তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করলেও তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না।
মিরিঞ্জা ভ্যালীর মালিক মো. জিয়াউর রহমান জানিয়েছেন, রুবেল দুই মাস ধরে তাদের নৈশ প্রহরী হিসেবে কাজ করছিল। পর্যটকদের উপস্থিতি কম থাকায় রুবেল তার স্ত্রীকে কটেজে রেখেছে, যা তিনি আগে জানতেন না।
লামা থানার ওসি জানিয়েছেন, ভুক্তভোগী নারী রুবেলসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। মামলার পর বুধবার ভোরে পুলিশ রুবেল ও সাগরকে আটক করেছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
What's Your Reaction?






