লামা টঙ্গঝিরি পূর্ববেতছড়া ১৭ ত্রিপুরা পরিবারের মাঝে ত্রাণ দিলেন ইউপিডিএফ
বান্দরবানের লামা উপজেলা সরই ইউনিয়স্থ টঙ্গঝিরি পূর্ববেতছড়া গ্রামে ইতোপূর্বে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র দিয়েছেন পাহাড়ি সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)’। ১০ জানুয়ারি শুক্রবার বেলা ১১ টায় ইউপিডিএফ (গনতান্ত্রিক) লামা উপজেলা কমিটির আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময়কালে বলা হয় দেশের আইনের প্রতি আনুগত্যতা রেখে সবাই মিলেমিশে বসবাস করতে হবে। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে জীবন বান্ধব করে শ্রম ও সততার মধ্যদিয়ে উন্নতি করতে হবে। শেষে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সমাগ্রী তুলে দেওয়া হয়। এতে রয়েছে; চাল, ডাল, তেল, আলু ও শীতবস্ত্র- কম্বল। প্রসঙ্গত: ২৫ ডিসেম্বর রাতে সংঘটিত অগ্নিকান্ড ১৭টি পরিবারের ঘর পুড়ে যায়। পুড়ে যাওয়া পাড়া পরিদর্শন শেষে ইউপিডিএফ (গনতান্ত্রিক)সংগঠনের লামা উপজেলা শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ তুলে দেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (গণতান্ত্রিক) বান্দরবান জেলা শাখার সভাপতি উবামং মারমা ত্রাণ বিতরণ উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি মেনরুং ম্রো ও সাংগঠনিক সম্পাদক বিকাশ চাকমা, জেলা সমন্বয়ক অতল চাকমা, উপজেলা কমিটির সভাপতি মং শৈ প্রু ত্রিপুরা, গজালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ইলিসাই ত্রিপুরা ও টংগঝিরি পাড়া কারবারী দুনিজং ত্রিপুরা প্রমুখ। ত্রান সহায়তা পেয়ে; গুংগা মনি ত্রিপুরা, সিয়ান্দ্র ত্রিপুরা, চন্দ্র মনি ত্রিপুরা, বিদ্যাচন্দ্র ত্রিপুরা, অজারাম ত্রিপুরা, রুমানিক ত্রিপুরাসহ আরো অনেকে সংগঠনটির প্রতি কৃতজ্ঞ পোষন করেন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (গণতান্ত্রিক) লামা উপজেলা সভাপতি মং শৈ প্রু ত্রিপুরা বলেন, 'অগ্নিকান্ডে যে বিশাল ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। দুঃসময়ের সম্বল হিসেবে এই ত্রাণ সামগ্রী প্রদানের উদ্যোগ নিতে পেরে আমরা ধন্য মনে করছি'। এদিকে পাহাড়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সব সময় গরীব-দুস্থদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে জানান সংগঠনের জেলা শাখার সভাপতি উবামং মারমা।
What's Your Reaction?