লামা ধুইল্যাপাড়া রফিক-হান্নান হেফজখানা ও এতিমখানা'র বার্ষিক সভা
বান্দরবানের লামা উপজেলা সরই ইউনিয়স্থ ধুইল্যাপাড়া রফিক-হান্নান হেফজখানা ও এতিমখানা'র বার্ষিক সভা ও দস্তারবন্দী-২০২৫ সম্পন্ন হয়েছে। ১১ জানুয়ারি শনিবার এতিমখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপি সভায় দ্বীনি আলোচনায় সভাপতিত্ব করেন, চট্টগ্রাম জেলার লোহাগাড়া কলাউজান পীর বাড়ির আওলাদে পীর সাহেব আলহাজ্ব মাওলানা গোলাম রাসুল কমরী। প্রধান বক্তা ছিলেন, বান্দরবান জজকোর্ট জামে মসজিদের খতীব বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সেক্রেটারি হাফেজ কারী মাওলানা মুজিবুল হক। বিশেষ বক্তা ছিলেন, চট্টগ্রাম লোহাগাড়া পহর চাঁন্দা পুটিবিলা বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, চরম্বা মাইজবিলা জামে মসজিদের খতীব মাওলানা আব্দুস শাকুর, লামা ডলুছড়ি বাজার কেন্দ্রীয় বাইতুশ শরফ মসজিদের খতীব হাফেজ মোহাম্মদ আব্দুস ছবুর ও সরই ধুইল্যাপাড়া জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ আলমগীর। সভায় আনুষ্ঠানিকভাবে দুইজন কোরআনের হাফেজকে দস্তারবন্দী করা হয়। প্রধান অতিথি দুইজন কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরিয়ে দেন। এর পর দোয়া মোনাজাত হয়। এই উপলক্ষে শনিবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ইসলামী সম্মেলনে কাছেও দূরের শত শত মুসলিম জনতার উপস্থিতি ছিলো। প্রতিষ্ঠান প্রধান মাওলানা জসিমউদদীন, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে;
তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক। মাস্টার আবছার উদ্দিন সিনিয়র সভাপতি। ফরিদুল আলম অর্থ সম্পাদক। রাসেল, শেফায়েত ও নোমান, সহযোগিতাকারী সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
What's Your Reaction?