লালমনিরহাটে গাঁজা, ও বাইসাইকেলসহ গ্রেফতার-১
লালমনিরহাটে ১ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/এ এস এম মাহমুদুল হাসান এএসআই আব্দুল বারী, কং৬৯১ মোঃ রাশেদ মিয়া, কং৮২মোঃ:বেলাল হোসেন, কং১৭৬মো:আশরাফুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে সদর থানাধীন চরকুলাঘাট আল-মদিনা মসজিদ সংলগ্ন কুলাঘাট হইতে ফুলবাড়ি গামী পাকা রাস্তার উপর হইতে টায়ারের ভিতর বিশেষ কায়দায় আলম মিয়া(৪০) ,একটি বাইসাইকেলে ১কেজি মাদকদ্রব্য গাঁজা বহন করার সময় উপরোক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার চরকুলাঘাট আল-মদিনা মসজিদ সংলগ্ন কুলাঘাট হইতে ফুলবাড়ি গামী পাকা রাস্তার উপর হইতে একটি বাইসাইকেলে ০১(এক)কেজি মাদকদ্রব্য গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
What's Your Reaction?