লালমনিরহাটে মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় করলেন নবাগত পুলিশ সুপার মোঃতরিকুল ইসলাম
লালমনিরহাট জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার,মোঃ তরিকুল ইসলাম। মঙ্গলবার জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে পুলিশ সুপারের কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মিডিয়াকর্মীদের নিকট হতে তাদের বিভিন্ন বক্তব্য শোনেন।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, বলেন টিম জেলার পুলিশ সর্বোচ্চ চেষ্ঠা করবে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান বন্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং মামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনতে। আপনাদের প্রতি একটি বার্তা থাকবে, সমাজের ত্রুটিগুলো আপনারা তুলে ধরবেন এবং সহযোগিতা করবেন। আমি আমার দায়িত্ব ও কর্তব্য শতভাগ আন্তরিকতার সাথে সম্পন্ন করার চেষ্টা করবো। পরিশেষে নবাগত পুলিশ সুপার লালমনিরহাট জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ফজলুল হক, সহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স এবং লালমনিরহাট জেলার সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার ব্যক্তিবর্গ।
What's Your Reaction?