লালমনিরহাটে মোটর সাইকেলসহ ৩ চোর গ্রেফতার

লালমনিরহাট জেলা প্রতিনিধি
Mar 23, 2024 - 18:57
 0  15
লালমনিরহাটে মোটর সাইকেলসহ ৩ চোর গ্রেফতার

কালীগঞ্জে পুলিশের অভিযানে সক্রিয় চোর দলের ৩ চোর গ্রেফতার এবং ২টি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার  এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা'র নেতৃত্বে কালীগঞ্জ থানার  মামলা নং ১২,গত - ১৫/০২/২০২৪ ইং এর তদন্তে প্রাপ্ত আসামী কাজী নুর ইসলাম (৪০),পিতা-মৃত ইয়াকুব আলী,সাং- মৌজা শাখাতী বাবুর ডাঙ্গা,থানা-কালীগঞ্জ জেলা লালমনিরহাট, আরিফুজ্জামান রুবেল ওরফে রুবেল ইসলাম(৩৩),পিতা- আজাহারুল ইসলাম ওরফে পকেটমার,সাং-পশ্চিম কাঠালী(চোরপাড়া),থানা- জলঢাকা, আব্দুল মজিদ(৪০),পিতা- মৃত শহিদুল ইসলাম,সাং- কালিকাপুর চৌধুরী পাড়া,থানা- কিশোরগঞ্জ, উভয় জেলা - নীলফামারী।

কালীগঞ্জ থানাধীন মৌজা শাখাতী বাবুর ডাঙ্গা মৌজাস্থ তিন রাস্তার মোড়ে চোরাইকৃত একটি ১০০ সিসি লাল রংয়ের বাজাজ ডিসকাভার মোটরসাইকেল চুরি করে নেওয়ার সময় জনতা আটক করে গণধোলাই দেয়।

আসামীদের দেওয়া তথ্য মতে ১নং আসামী কাজী নুর ইসলাম এর নিজ বাড়ি হতে আরেকটি পুরাতন ব্যবহৃত ১০০ সিসি নীল রংয়ের বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে,১নং আসামী কাজী নুর ইসলাম এর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন জেলায় ৩টি মাদক ও চুরির মামলা, ২ নং আসামী মোঃ আরিফুজ্জামান রুবেল ওরফে রুবেল ইসলাম এর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন জেলায় ১১টি চুরির মামলা এবং ৩নং আসামী আব্দুল মজিদ এর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন জেলায় ১০টি চুরির মামলা রয়েছে। বিধি মোতাবেক ধৃত আসামীদেরকে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,জানান শাখাতী বাবুর ডাঙ্গা মৌজাস্থ তিন রাস্তার মোড়ে চোরাইকৃত একটি ১০০ সিসি লাল রংয়ের বাজাজ ডিসকাভার মোটরসাইকেল চুরি করে নেওয়ার সময় জনতা আটক করে, পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow