শংঙ্খ নদী থেকে অবৈধ বালির উত্তোলন, উক্যমং মারমাকে জরিমানা

বান্দরবানের থানচি উপজেলার শংঙ্খ নদী থেকে অবৈধভাবে বালির উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বালি উত্তোলনকারীদের মধ্যে একটি রাজনৈতিক ছত্রছায়ায় সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা সরকারি অবকাঠামো উন্নয়নমূলক কাজের জন্য বালি সরবরাহ করে পরিবেশের উপর মারাত্মক ক্ষতি সৃষ্টি করছে। দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চলতে থাকলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছিল না, তবে সম্প্রতি এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযোগের ভিত্তিতে, উপজেলা প্রশাসন ৮ মার্চ দুপুরে আমতলী পাড়ায় অভিযান চালায় এবং অবৈধভাবে বালি উত্তোলন করতে থাকা সিন্ডিকেটের হোতা উক্যমং মারমাকে গ্রেফতার করে। এ সময় তিনি বালি উত্তোলনকারী হিসেবে অভিযুক্ত হন এবং তা স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেন। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুসদার এবং ৫-৬ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এসময়, উক্যমং মারমা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে শংঙ্খ নদী থেকে বালি উত্তোলন করে তিনি পরিবেশের ক্ষতি করছেন। এর ফলে, সরকারি সড়ক, সেতু এবং কালভার্ট নির্মাণে ব্যবহৃত বালি সরবরাহের জন্য পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
What's Your Reaction?






