শশুরের মারধরের হাত থেকে জামাইকে রক্ষা করতে গিয়ে যুবকের মৃত্যু 

আশিকুর রহমান,মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
Nov 15, 2024 - 22:59
 0  3
শশুরের মারধরের হাত থেকে জামাইকে রক্ষা করতে গিয়ে যুবকের মৃত্যু 

রংপুরের মিঠাপুকুরে জামাইকে শ্বশুর বাড়ির লোকজন মারধর করার সময় ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী সোহান মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার লতিবপুর ইউনিয়নের পাইকান গ্রামের মৃত.শাহাজাহান আলীর ছেলে। সোহানের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর দীর্ঘ চারঘন্টার প্রচেষ্টায় সেনাবাহিনী, পুলিশ, রিজার্ভ ফোর্সের সহায়তায় অবরুদ্ধ তিন অভিযুক্ত সহ মোট চারজনকে পুলিশ তাদের হেফাজতে নেয় এবং সোহানের মরদেহ পুলিশ পোষ্ট মর্টেমের জন্য উদ্ধার করে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলার পাইকান গ্রামর মোহাম্মদ আলীর সঙ্গে পার্শ্ববর্তী জারুল্যাবাজ গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়ার প্রায় ৯ মাস পূর্বে ঘটকের মাধ্যমে বিবাহ হয়। বিয়ের পর মোহাম্মদ আলী দাবি করেন, তার স্ত্রী সাদিয়া চোখে দেখেনা। এই নিয়ে ওই দম্পত্তি এবং উভয় পরিবারের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জের ধরে বিষয়টি নিয়ে শুক্রবার জামাই আলাীর বাড়িতে তার শ্বশুর সহ  স্থানীয় লোকজন আসেন। বিকেলের দিকে আলীর শ্বশুর মেয়ে জামাইয়ের সাথে পারিবারিক কলহের বিষয়ে আলোচনার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাই আলীকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। এসময় আলীর চিৎকার শুনে এগিয়ে যান প্রতিবেশী সোহান। সেখানে গিয়ে সোহান লোকজনের হাত থেকে আলীকে রক্ষা করতে গেলে আলীর শ্বশুর বাড়ি থেকে বিচারে আসা লোকজন সোহানের উপর চড়াও হয় এবং সোহানকে ঘুসি মারে। এতে সোহান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সোহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহানের মৃত্যুর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত-শত জনতা ওই এলাকায় উপস্থিত হয়ে বিচারে আসা আলীর শ্বশুর আব্দুস ছালাম, সাদিয়া সহ তিনজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে তাদের প্রায় চার ঘন্টা পর উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয়। এসময় এক শিশুকেও পুলিশ জিম্মিদশা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow