শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Jan 8, 2025 - 19:23
 0  18
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের জুলাই মাসে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২৫) রাত পৌনে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

কবর জিয়ারত শেষে রাবি ও বাউবি উপাচার্য শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এসময় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

শ্রদ্ধা নিবেদনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়।

শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের একটি উজ্জ্বল প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তাঁর স্মৃতির প্রতি এই সম্মান বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow