শান্তিপুরে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ও মতবিনিময়ে জেলা পরিষদ চেয়ারম্যান - জিরুনা ত্রিপুরা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুরে মাদরাসায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আজ রবিবার (১৬ মার্চ) বিকেলে শান্তিপুর দাখিল মাদরাসা ও উম্মে ফাতেমা (রাঃ) নূরানী একাডেমী হেফজ্ ও এতিমখানার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা ও মো. মাহবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, "মানব জীবন গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে হলে আমাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। নৈতিক শিক্ষার অভাবে বর্তমানে সমাজে সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধ বৃদ্ধি পাচ্ছে।" তিনি মাদরাসার বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরে জেলা পরিষদ চেয়ারম্যান শান্তিপুর বাজার পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
What's Your Reaction?






