শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে দুইটি ক্লাস্টারে প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 28, 2025 - 20:50
 0  2
শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে দুইটি ক্লাস্টারে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম এবং এর ব্যবহার বিষয়ক চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর সদর উপজেলার দুইটি ক্লাস্টারে। সোমবার (২৮ এপ্রিল) ডিক্রিরচর ইউনিয়নের চর মাধবদিয়া ক্লাস্টারের ১০৭ নম্বর চরটেপুরা নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং অম্বিকাপুর ইউনিয়নের চন্ডিপুর ক্লাস্টারের ৭ নম্বর চর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক এই দুইটি প্রশিক্ষণ আয়োজন করা হয়।

চর মাধবদিয়া ক্লাস্টারে ৫টি বিদ্যালয়ের ২৮ জন শিক্ষক এবং চর দুর্গাপুর ক্লাস্টারে ৫টি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষকদের সুশৃঙ্খল, আনন্দদায়ক ও প্রাণবন্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

চরটেপুরা নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী এবং ১৯ নম্বর চরটেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাম্মী আক্তার।
অন্যদিকে, চর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মোশাররফ হোসেন এবং ৮ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন।

প্রশিক্ষণ চলাকালে শিক্ষকরা ট্রাস্ট ব্যবস্থাপনার বিভিন্ন দিক, নীতিমালা এবং ব্যবহার পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow