শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা বিষয়ে দুইটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 23, 2025 - 20:02
 0  6
শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা বিষয়ে দুইটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম ও এর সঠিক ব্যবহার বিষয়ে ফরিদপুর সদর উপজেলায় দুইটি পৃথক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ দু’টি ঝিলটুলী ও বাখুন্ডা ক্লাস্টারের আওতাধীন বিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

ঝিলটুলী ক্লাস্টারের তিনটি বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষক পশ্চিম গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বাখুন্ডা ক্লাস্টারের চারটি বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক ডোমরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা প্রশিক্ষণ কর্মশালাগুলো ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন। প্রশিক্ষক হিসেবে ঝিলটুলী ক্লাস্টারের প্রশিক্ষণে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন এবং পশ্চিম গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন। অপরদিকে, ডোমরাকান্দি কেন্দ্রে বাখুন্ডা ক্লাস্টারের প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শিহাব খান এবং ডোমরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা জাহান।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী। তারা অংশগ্রহণকারী শিক্ষক ও প্রশিক্ষকদের উৎসাহিত করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow