শিবালয়ে দুর্নীতির দায়ে শিক্ষক বরখাস্ত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
Mar 28, 2024 - 22:19
Mar 28, 2024 - 22:20
 0  28
শিবালয়ে দুর্নীতির দায়ে শিক্ষক বরখাস্ত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইউছুফ আলীকে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের অর্থ আত্মসাত, অনিয়ম-বিশৃঙ্খলা সৃষ্টি ও অসৌজন্যমূলক আচরণের দায়ে বিদ্যালয় পরিচালনা কমিটি-এসএমসি তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেন, বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মোঃসালাউদ্দিন সরকার।

জানা গেছে, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে দেড় হাজার শিক্ষার্থী রয়েছে। অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান নির্নয়ে এ উপজেলার মধ্যে বিদ্যালয়টি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত রয়েছে।

প্রায় ১০ বছর আগে এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাত, অনিয়ম-দুর্নীতি করায় বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে সতর্ক করেন।

 তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নানা বিশৃঙ্খলা ও অসৌজন্যমূলক আচরণ করে আসেন। এ নিয়ে শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় হিতৈষীদের মাঝে দারুন ক্ষোভের সৃষ্টি হয়।

 বিদ্যালয় পরিচালনা কমিটি উক্ত অনিয়মের বিষয়ে অনুসন্ধান ও অডিট চালানোর সিদ্ধান্ত নেন। দীর্ঘ দিন তদন্ত শেষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে। 

এসএমসি সভাপতি মোঃ সালাউদ্দিন সরকার জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই, তদন্ত ও অডিট শেষে প্রায় ৫৬ লক্ষ টাকা অর্থ আত্মসাতসহ নানা দুর্নীতির বিষয়ে প্রমানিত হয়। 

এসএমসির বিশেয় সভায় উক্ত প্রধান শিক্ষকের উপস্থিতিতে তাকে সাময়িক বহিস্কারের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার তাকে সিদ্ধান্তের চিঠি প্রদান ও সংশ্লিষ্ঠ দপ্তরে কাগজ-পত্র প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow