শিশু দিবস উপলক্ষে উই প্রকল্পের বর্ণাঢ্য শোভাযাত্রা-আলোচনা সভা
ফরিদপুরের ভাঙ্গায় কন্যা শিশুর গুরুত্ব তুলে ধরে উই প্রকল্পের আওতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে " কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’-প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার দুপুরে উপজেলার আজিম নগর ইউনিয়নের আজিম নগর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে ভাঙ্গা নারী সামাজিক সমিতির উদ্যোগে "উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যরা ছাড়াও নানা শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করে।সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা। ভাঙ্গা নারী সামাজিক সমিতির সভাপতি মাবিয়া বেগমের সভাপতিত্বে জোবায়দা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোখলেশুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন , যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী,জাফর মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন,মেহেদী হাসান,রেজাউল মিয়া, প্রকল্পের পদস্থ কর্মকর্তা, কর্মচারী,জনপ্রতিনিধি, নারী এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ প্রমুখ।
What's Your Reaction?