শীতার্তদের মাঝে ইবি তারুণ্যের শীতবস্ত্র বিতরণ 

ইবি(কুষ্টিয়া) প্রতিনিধি
Jan 11, 2025 - 16:39
 0  4
শীতার্তদের মাঝে ইবি তারুণ্যের শীতবস্ত্র বিতরণ 

শীতার্তদের কষ্ট লাঘব করতে গরিব, অসহায় ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'তারুণ্য'। শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় তারা ১৬০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। 

এর আগে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের আশেপাশে ও কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করেন। পরে বিভিন্ন স্থানের পথশিশু, গরীব ও অসহায়দের মাঝে টোকেন বিতরণ করেন। টোকন অনুযায়ী ৩০ জন শিশুকে হুডি ও টুপি এবং ১৩০ জন বৃদ্ধ ও অসহায়দের মাঝে কম্বল ও চাদর প্রদান করেন। 

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, সংগঠনটির সাবেক সভাপতি মারুফ হাসান ও সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, 'আমরা প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে এই আয়োজন করেছি। আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে শীতবস্ত্র দিতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সকলকে সহযোগিতা করার আহ্বান জানাই। আমরা চাই কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়। আমি অন্যান্য সংগঠনকেও শীতার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানাই।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow