শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো ইন্দোনেশিয়ার খেলোয়াড় জুটি

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Feb 9, 2024 - 12:36
Feb 9, 2024 - 14:38
 0  11
শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো ইন্দোনেশিয়ার খেলোয়াড় জুটি

শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইন্দোনেশিয়ার দুই খেলোয়াড় দিদার- আকমল জুটি। প্রতিযোগিতার রানার আপ হয়েছে অহিদুল- শুভ জুটি।
বৃহস্পতিবার রাতে শহরের শেখ জামাল স্টেডিয়ামের জিমনেশিয়ামে জাঁকজমকপূর্ণ এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে ২-১ সেটের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় দিদার- আকমল জুটি। তারা প্রতিপক্ষকে ২১-১৩,২১-১১ও২১-১০ পয়েন্টে পরাজিত করেন।
মোট আটটি দলকে নিয়ে নকআউট পদ্ধতিতে এই খেলাগুলো অনুষ্ঠিত হয় ।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম জেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অপূর্ব সাহা অপু, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতিয়ার রহমান আতিক,
 সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়ণে ছিলেন ফরিদপুর পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফা, টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর শহর শাখার সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম নাসিম, ও সাদ্দাম হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow