শ্রীনগরে কাজী দিলীপ স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ কাজী দিলীপ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিলীপ স্মৃতি সংসদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
ভাগ্যকুল মান্দ্রা শান্তি সংঘ ও ভাগ্যকুল স্কোয়াডের মধ্যকার চূড়ান্ত খেলায় ১-০ গোলে জয় পায় ভাগ্যকুল স্কোয়াড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি কাজী আলী আজম জুয়েল। যৌথভাবে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাসুম মোল্লা ও ক্রীড়া সংগঠক রাজু মোড়ল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য কাজী আলী আক্কাস নাদিম। উদ্বোধক ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস. এম. লাভলুর রহমান এবং জনতা ব্যাংক পিএলসি-এর উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক কাজী আরিফুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম শিপন এবং কলেজের এডহক কমিটির সদস্য শফিকুল হায়দার মাসুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন এস. এম. মোস্তফা কামাল, মোস্তাফিজুর রহমান পপ, মিজানুর রহমান খান, আরশাদ আলী, সরদার ইমদাদুল হক মিলন, সিরাজুল ইসলাম হাওলাদার, সেলিনা আক্তার বীনা, মিরাজ হোসেন তানিন, প্রিন্স বেপারী, দেলোয়ার হোসেন খান, স্বপন খান, সুমন খান, জমির শিকদার, আলাউদ্দিন গাজী, এমরান শেখ সাগর, দিদার বেপারী, রাজিব মাহমুদসহ আরও অনেকে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
What's Your Reaction?






