শ্রীনগরে পৃথক দুর্ঘটনায় বালুভর্তি ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে আহত ২

এমএ কাইয়ুম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
Mar 19, 2025 - 00:55
 0  2
শ্রীনগরে পৃথক দুর্ঘটনায় বালুভর্তি ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে আহত ২

"বেপরোয়া গতির কারণে সড়কে একের পর এক দুর্ঘটনা। মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন।"

দুপুর আড়াইটার দিকে হাসাড়ার কেসি রোডে বালুভর্তি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক প্রদীপ বায়ান (৪০) গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, সিংপাড়া গামী ট্রাকটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রায় একই সময়ে শ্রীনগর বারুলীবাগ এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রবিন (২৫)।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। আহত প্রদীপ বায়ান বীরতারা এলাকার হরি বায়ানের ছেলে এবং রবিন ধাইসার এলাকার রহিম বাবুর্চির ছেলে।

সড়ক দুর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সচেতনতা ও নিয়ম মেনে যানবাহন চলাচল করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। সবার সচেতনতা ও প্রশাসনের কার্যকরী ভূমিকা জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow