শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সিগঞ্জ
Mar 26, 2025 - 15:05
 0  10
শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

সুর্যোদয়ের সাথে উপজেলা চত্ত্বরে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করে কেন্দ্রিয় শহিদ মিনারে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

সকাল সাড়ে ৮ টায় শ্রীনগর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশ,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভুমি), মোঃ জুবায়ের হাবিব,
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার অনিক রায়, পিআইও তাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা  শেখ ইউনুস আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাঃ সম্পাদক এম কাইয়ুম মাইজভাণ্ডারী, সহ-সভাপতি আবু নাসের খান লিমন,সহ-প্রচার সম্পাদক তাইজুল ইসলাম বিদ্যুৎ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow