শ্রীনগরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও বাজারে ত্বোয়াহা প্লাজার সামনে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় জনগণ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাড়ৈগাঁও উত্তরপাড়া এলাকার মোশারফ শেখ ও তার স্ত্রী রানী বেদেনী দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। তারা বলেন, এই দম্পতি উঠতি বয়সী যুবক-যুবতীদের মাঝে নেশাজাতীয় দ্রব্য ছড়িয়ে দিয়ে পুরো এলাকার যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। দ্রুত এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান লিমন, হাতেম মাঝি, আতিক, মাসুদ মাঝি, ওসমান গনি, তারিফ হোসেন, শাকিল আহমেদ, আবুল বাশার, সেলিম শেখ, রতন শেখ, শাহজাহান শেখ, জসিম দেওয়ান, তানভীর, মিজানুর, আজিজ শেখ, টিও আহমেদ, শামীম, মোস্তাক ও মোজাম্মেল শেখসহ শতাধিক এলাকাবাসী।
What's Your Reaction?






