শ্রীপুরে পরিত্যক্ত ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ
মাগুরার শ্রীপুর থানা পুলিশ ২টি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে চাকদাহ-নবগ্রাম সড়কের পাশ থেকে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ২টি মঙ্গলবার রাতে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,গয়েশপুর ইউনিয়নের চাকদাহ ওয়ার্ডের গ্রাম পুলিশ বিকাশ দাসের তথ্যের ভিত্তিতে পুলিশ রাতে অভিযান পরিচালনা করে। এসময় চাকদাহ গ্রামের তুহিন কাজীর সারের গোডাউনের সামনে চাকদাহ-নবগ্রাম পাকা সড়কের পাশে থেকে একটি সাদা শপিং ব্যাগের ভিতর পিস্তল সাদৃশ্য দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান রয়েছে। রাতে অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম,(ওসি) তদন্ত গৌতম ঠাকুর,এস আই শরিফুল ইসলাম, এস আই আব্দুল খালেক,এ এস আই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স। শ্রীপুর থানার (ওসি তদন্ত) গৌতম ঠাকুর জানান,পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
What's Your Reaction?