সংগীত চর্চায় সাফল্যের পথে মাগুরার চৈতী সাহা

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের সংগীতপ্রেমী কন্যা চৈতী সাহা পড়াশোনার পাশাপাশি সংগীত চর্চায় নিজেকে প্রতিষ্ঠিত করছেন একজন উদীয়মান শিল্পী হিসেবে। স্থানীয়ভাবে সংগীত প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ ও পুরস্কার অর্জনের মধ্য দিয়ে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন তিনি।
চৈতী সাহা বর্তমানে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। তিনি পরিমল সাহা ও সীমা সাহার জ্যেষ্ঠ কন্যা।
জানা গেছে, ২০১৮ সালের সাংস্কৃতিক উৎসব, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯, নজরুল প্রতিযোগিতা ২০২০, জাতীয় শিশু প্রতিযোগিতা ২০২০, জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৮, জাতীয় শিশু শিক্ষা সপ্তাহ ২০২৩সহ বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছেন তিনি। তার সংগ্রহে রয়েছে অসংখ্য সার্টিফিকেট, পদক ও মানুষের ভালোবাসা।
চৈতী সাহার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে— “তুই ফেলে এসেছিস কারে মন”, “ফাগুন হাওয়ায় হাওয়ায়”, “ভালোবেসে সখী নিভৃতে যতনে”, এবং “আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলেম”।
দৈনিক খোলা চোখকে দেওয়া এক সাক্ষাৎকারে চৈতী বলেন, “ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা। বাবা-মায়ের হাত ধরে সংগীতের শুরু, পরবর্তীতে গুরু ইন্দ্রজিৎ বিশ্বাস স্যার থেকে সংগীত শিখছি। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লালনগীতি, দেশাত্মবোধক গান— এসব আমার ভীষণ প্রিয়। সবধরনের গান গাওয়া ও সংগীতের পথে এগিয়ে চলাই আমার স্বপ্ন।”
চৈতীর মা সীমা সাহা বলেন, “ছোটবেলা থেকেই ওর বাবা ও আমি মেয়েকে গান শেখাতে চেয়েছি। আল্লাহর রহমতে সে এখন অনেকদূর এগিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে সামনের দিনগুলোতে আরও ভালো করতে পারে।”
What's Your Reaction?






