সংবাদপত্র বিক্রেতার ওপর হামলা, গুরুতর আহত বৃদ্ধ

কুষ্টিয়ার খোকসায় সংবাদপত্র বিক্রেতার ওপর হামলার ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় খোকসা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মো. ইকবাল হোসেন (৬০), পিতা মৃত জহির উদ্দিন মোল্লা, গ্রামের বাড়ি খোকসা থানাপাড়া, থানাঃ খোকসা, জেলা কুষ্টিয়া।
প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডে সংবাদপত্র বিক্রি করে আসছিলেন ইকবাল হোসেন। ঘটনার সময় বিক্রয়কালে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই ব্যক্তি—সুলতান হোসেন (৪০) (গ্রাম: খোকসা খলিফাপাড়া) এবং ঝন্টু (৫০) (গ্রাম: মালিগ্রাম), উভয়ের ঠিকানা খোকসা, কুষ্টিয়া।
একপর্যায়ে কথা-কাটাকাটির মধ্যে সুলতান হোসেন ক্ষিপ্ত হয়ে ইকবাল হোসেনের মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেন।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, "ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
What's Your Reaction?






