সদরপুরের ভাষাণচরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Feb 23, 2024 - 20:13
 0  28
সদরপুরের ভাষাণচরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার ৫নং ভাষাণচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর থানা ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রাথী মোঃ রফিকুল ইসলাম (পান্নু মৃধা), ভাষাণচর ইউনিয়নের প্যানেল চেয়ারমান শেখ আজাহার, কৃষ্ণপুর ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার এবং সদরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নজরুল ইসলাম নুরু, ভাষাণচর ইউ.পি সচিব তামান্না বেগম। বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রাথী মোঃ আছাদুজ্জামান রাহাত (হিরু)। সভাটি পরিচালনা করেন ৫নং ভাষাণচর ইউনিয়নের বিট পুলিশিং ইনচার্জ মোঃ মামুন অর রশিদ। সভায় প্রধান অতিথি ওসি সফিকুল ইসলাম তার বক্তব্যে এ ইউনিয়নকে মাদকমুক্তকরণ, বাল্যবিবাহে নিরুৎসাহিতকরণ এবং সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশিং কার্যক্রমকে বেগবান করতে সকলের প্রতি আহবান জানান এবং আকস্মিক দুর্ঘটনায় পতিত হলে ৯৯৯ নম্বরে কল দিলে তাৎক্ষণিক সেবা পাওয়া যাবে বলেও তিনি নিশ্চিত করেন। সভায় ভাষাণচর ইউনিয়নের সকল সদস্য, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow