সদরপুরে ইলিশ ধরার অপরাধে ২ জনের ২০ দিন করে জেল
ফরিদপুরের সদরপুরে মা ইলিশ রক্ষার্থে সরকারি নিষেধ অমান্য করে করে পদ্মা নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২ জনকে গ্রেফতার ও তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ২০ দিন করে জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হল (১) শেখ রিপন (৩০), গ্রাম- মধ্য বাবুরচর, ( ২) মুজিবর ফকির (৫০), গ্রাম - চরবলাশিয়া, উভয় থানা- সদরপুর, জেলা- ফরিদপুর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জনাব রুবানা তানজিন ।
এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে নৌকা ও ৪৫০ মিটার জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
শুক্রবার ( ১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পদ্মা নদীর শয়তানখালী এলাকায় এ ঘটনা ঘটে। মৎস্য অফিস, পুলিশ ও স্থানীয় জনগণ এতে সহায়তা করছেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশগ্রহণকারী সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , ১৩ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ে ইলিশ শিকার, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এরই অংশ হিসেবে মহামান্য ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেছেন। মা ইলিশ রক্ষায় যতদিন নিষেধাজ্ঞা চলবে ততদিন এ অভিযান অব্যাহত রাখা হবে।
What's Your Reaction?